‘মসজিদের মাইকে দাঙ্গা-হাঙ্গামা প্রচার করা যাবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা মসজিদ থেকে প্রচার করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। এদেশে উৎসবে ধর্মীয় ভেদাভেদ নেই। দেশে ধর্মীয় সম্প্রীতি আছে এবং থাকবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশে সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে চাই। কেউ যদি সামাজিক যোগাযোগমাধ্যম অথবা মসজিদের মাইকে ধর্মীয় অপপ্রচার চালিয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করেন তাহলে এ দায়ভার তাকেই নিতে হবে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর আব্দুল্লাহ আল শাহিন, গহরডাঙ্গা মাদরাসার মোহতামিম রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আবু-অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল-হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মেহেদী হাসান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।