মিছিল শেষে মারা গেলেন সমর্থক
কিশোরগঞ্জের ভৈরবে স্বতন্ত্র প্রার্থীর মিছিল শেষ করে এক সমর্থকের মৃত্যু হয়েছে। হেলিম মিয়া (৩৮) উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের হাকি মিয়ার ছেলে।
শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণার শেষ দিনে গণমিছিল শেষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালিকাপ্রসাদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লিটন মিয়ার গণমিছিল শেষে চশমা মার্কার সমর্থক মো. হেলিম মিয়া তার নিজ বাড়ি ফিরে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, নির্বাচনের গণমিছিল শেষ করে এক সমর্থকের মৃত্যু হয়েছে, এ বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানান।
এফএ/এমএস