ভোটারদের ‘বিরক্ত’ করায় বের করে দেওয়া হলো নৌকার এজেন্টকে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকক্ষে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নৌকার এক এজেন্টকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবিএম মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আলাউদ্দিন নামে নৌকার এক এজেন্ট বুথের মধ্যে ভোটারদের বিরক্ত করছিলেন। সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র এলাকা থেকে বের করে দিয়েছি। তাকে বের করে দেওয়ায় তার পাশের বুথের এজেন্টকে দুইটি বুথের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন ও সাধারণ সদস্য পদে ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি ইউনিয়নের ২৭টি ভোটকেন্দ্রে ৪৯ হাজার ৭৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।