‘দায়িত্বে অবহেলায়’ দুই প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০২:০২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

লালমনিরহাটের হাতীবান্ধায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার গড্ডিমারী ইউনিয়নের লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার সামিউল আমিন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. দেলোয়ার হোসেন। তিনি সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক। অপরজন মধ্য গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শফিকুল ইসলাম। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হাতীবান্ধায় শাখার দোয়ানী দায়িত্বে রয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান তাদের প্রত্যাহার করেন।

এ সময় উক্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার রুকনন্ধ রায়কে (ভারপ্রাপ্ত) প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিউল হাসান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।