ভোট দিতে পেরে খুশি ১১০ বছরের হোসেন আলী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১
ভোট দিতে কেন্দ্রে আসেন বৃদ্ধ হোসেন আলী

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন ১১০ বছর বয়সী হোসেন আলী প্যাদা। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি এ বয়োবৃদ্ধ।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়নের মস্তফাপুর বালিকা দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। সকাল সাড়ে ১০টার দিকে ভোট দিয়ে আবার বাড়ি চলে যান।

বৃদ্ধ হোসেন আলী জাগো নিউজকে বলেন, ‘আজ আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, কেউ জোর করেনি। আমি অনেক খুশি। ২০ বছর আগে সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছিলাম আর আজ দিলাম। ভোট দিয়ে বের হয়েছি এখন বাড়িতে যাবো। এরকম নির্বাচন হলে সবাই ভোট দিতে পারবে।’

jagonews24

হোসেন আলীর প্রতিবেশী ছগির বলেন, তার বয়স ১১০ বছর। এমনিতে বাড়ি থেকে কম বের হন কিন্তু আজ ভোট দিতে আসছেন। তিনি আমার বাবারও বড়।

কলাপাড়া উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন ও সাধারণ সদস্য পদে ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনটি ইউনিয়নের ২৭টি ভোটকেন্দ্রে ৪৯ হাজার ৭৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।