‘জীবনের শেষ ভোট দিয়ে এলাম’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা ফাইজউদ্দিন শেখ (৮৫)। দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। কিন্তু রোববার (২৬ ডিসেম্বর) ৪র্থ ধাপে ওই ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুই নাতির কাঁধে ভর করে পানজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং পুরুষ ভোটকেন্দ্রে আসেন ৮৫ বছর বয়সী ফাইজউদ্দিন।

দুই নাতির ভোট আগেই হয়ে যাওয়ায় কেন্দ্রে দায়িত্বে থাকা একেএম মিজানুল হক নামের এক পুলিশ কর্মকর্তা এক আনসার সদস্য নিয়ে ভোটের বুথে নিয়ে যান এবং ভোট দেওয়া শেষ হলে পুনরায় দুই নাতির কাঁধে তুলেন দেন।

এ সময় কথা হয় ৮৫ বছর বয়সী ফাইজউদ্দিনের সঙ্গে। এত বয়স হয়েছে তারপর আবার অসুস্থ। কেন ভোট দিতে আসলেন? ভাঙা কাপা কাপা গলায় বললেন, বাবা যে বয়স হইছে, তাতে এই জীবনে আর ভোট দেওয়ার সুযোগ নাই। তারপরও আবার শরীরের যে অবস্থা, মনে হয় না জীবনে আর ভোট দেওয়ার সময় পামু। তাই জীবনের শেষ ভোট দিতে আসলাম। তবে জীবনের শেষ ভোটটি সুন্দর ও শান্তি মতো দিতে পেরে তিনি খুশি।

‘জীবনের শেষ ভোট দিয়ে এলাম’

এদিকে মঠবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে হুইল চেয়ারে মায়ের সঙ্গে ভোট দিতে আসেন শারীরিক প্রতিবন্ধী মো. ইমরান মিয়া (২৬)। তিনি নাগরী ইউনিয়নের সেনপাড়া এলাকার বাসিন্দা।

ভোট দিয়ে হুইল চেয়ারে বেরিয়ে আসার সময় কথা হয় মা-ছেলের সঙ্গে। মা জানান, ছোটবেলায় গাছ থেকে পড়ে কোমরের নিচ থেকে পঙ্গু হয়ে যায়। এরপর থেকে হুইল চেয়ারে চলাফেরা তার। নির্বাচনের পরিবেশ দেখে খুশি শারীরিক প্রতিবন্ধী ইমরান। খুশি মায়ের সঙ্গে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে।

‘জীবনের শেষ ভোট দিয়ে এলাম’

বিকেলে রায়েরদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেখা গেছে, মায়ের সঙ্গে ভোট দেখতে আসা এক দল শিশু দোলনায় খেলাধুলায় ব্যস্ত সময় পার করছে। আর সন্তানদের খেলাধুলায় ব্যস্ত রেখে মায়েরাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে তাদের নিয়ে বাড়ি ফিরে যান।

জানা গেছে, ২৬ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ৩০ হাজার ৬৯৭। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫২৬ ও নারী ভোটার ১৫ হাজার ১৭১।

ওই পরিমাণ ভোটার ৯টি স্পটে ১৪টি ভোটকেন্দ্রে ৮৭টি কক্ষের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আব্দুর রহমান আরমান/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।