সিংড়ায় নৌকা ৮, চারটিতে স্বতন্ত্র জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১
বিজয়ী ইউপি চেয়ারম্যানরা

নাটোরের সিংড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১২টি ইউনিয়নের মধ্যে আটটিতে আওয়ামী লীগ এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন-শুকাশ ইউনিয়নে আওয়ামী লীগ মনোানীত প্রার্থী মোফাজ্জল হোসেন মোফাজ্জল (১৪২৩৪ ভোট), ডাহিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন সিরাজুল মজিদ (৮৪৪৩ ভোট), কলম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মইনুল হক চুন্নু (৮২০৪ ভোট), চামারী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (৭৩১৩ ভোট), হাতিয়ান্দহ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মোস্তাকুর রহমান চঞ্চল (৫০৪১ ভোট), লালোর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একরামুল হক শুভ (৮৪৫৮ ভোট), তাজপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মিনহাজ উদ্দিন (২৫৪৩ ভোট), চৌগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জাহেদুল ইসলাম ভোলা (১০৬৯৫ ভোট), ছাতারদিঘী ইউনিয়নে আওয়াামী লীগ মনোনীত আব্দুর রউফ সর্দার (৭৬৭১ ভোট) ও রামানন্দ খাজুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জাকির হোসেন (১০ হাজার ৩৯০ ভোট)।

এছাড়া শেরকোল ও ইটালি ইউনিয়নে লুৎফুজ্জামান রুবেল এবং আরিফুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।