লালমনিরহাটে দুই প্রার্থী পেলেন সমান ভোট
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যপদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। ফলে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়নের দুই প্রার্থীর প্রাপ্তভোট সমান হওয়ায় ফল ঘোষণা হয়নি।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে গড্ডিমারী ইউপিতে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে গড্ডিমারী ইউপির ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপদে (মহিলা) দুই প্রার্থী হামিদা বেগম (তালগাছ প্রতীক) ও জয় বানু (মাইক প্রতীক) সমান ভোট পান। তারা দুজনই ৭৮০টা করে ভোট পান।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার সামিউল আমিন বলেন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যপদে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছেন। এ জন্য কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি। ভোটের ফল নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে দুজনের মধ্যে পুনরায় ভোট হবে।
মো. রবিউল হাসান/কেএসআর