ফের চেয়ারম্যান হলেন অলি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. অলিউল ইসলাম অলি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে ফের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. অলিউল ইসলাম অলি। নৌকা প্রতীক নিয়ে ১৮ হাজার ৫১৯ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সিরাজ মিয়া পেয়েছেন ৫ হাজার ৩৩৯ ভোট। এছাড়া জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মো. মোমেন মিয়া পেয়েছেন ১৯০ ভোট।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাচন ও নাগরী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মো. কাদির মিয়া। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন। পরে ওই বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশন নাগরী ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই তফসিল অনুযায়ী গত বছরের ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি বিপুল ভোটে জয় লাভ করেন।

আব্দুর রহমান আরমান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।