নীলসাগরের ইঞ্জিন বিকল, পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:১৪ পিএম, ০১ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

ঢাকা থেকে সৈয়দপুরগামী নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (১ জানুয়ারি) কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে দুপুর পর্যন্ত গাজীপুর থেকে পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। পরে গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্ক ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে মেইন লাইন ব্লক হয়ে যায়। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস এবং মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করছে।

স্টেশন মাস্টার আরো বলেন, এ ব্যাপারে রেলওয়ে পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দেওয়া হয়েছে। উদ্ধার ট্রেন গিয়ে কাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। তবে মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতা ট্রেনটির ইঞ্জিন নিয়ে ট্রেনটি উদ্ধারেরও বিকল্প প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।