বেতনের টাকা থেকে শীতার্তদের কম্বল দিলো বান্দরবান পুলিশ
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বান্দরবান জেলা পুলিশ
বেতনের টাকা থেকে বান্দরবানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বান্দরবান জেলা পুলিশ। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজীম উদ্দিন (সদর), বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জাগো নিউজকে বলেন, সহায়তার জন্য সরকারি আলাদা কোনো বাজেট পাই না। নিজেদের বেতনের টাকা থেকে ১০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এসআর/এএসএম