বেতনের টাকা থেকে শীতার্তদের কম্বল দিলো বান্দরবান পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০১ জানুয়ারি ২০২২
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বান্দরবান জেলা পুলিশ

বেতনের টাকা থেকে বান্দরবানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বান্দরবান জেলা পুলিশ। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ১০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজী (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজীম উদ্দিন (সদর), বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।

jagonews24

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জাগো নিউজকে বলেন, সহায়তার জন্য সরকারি আলাদা কোনো বাজেট পাই না। নিজেদের বেতনের টাকা থেকে ১০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।