শ্যালো মেশিন চালু করতেই মাথা ফেটে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০১ জানুয়ারি ২০২২
কৃষক ফজলুল হক মল্লিক

বরগুনার তালতলীতে শ্যালো মেশিন চালু করতে গিয়ে ফজলুল হক মল্লিক (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের ছোট ভাইজোড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত ফজলুল হক মল্লিক উপজেলার একই এলাকার বারেক মল্লিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফজলুল হক মল্লিক প্রবাসজীবন শেষ করে দেশে এসে কৃষিকাজ শুরু করেন। কৃষিকাজের সুবিধার্থে তিনি একটি শ্যালো মেশিন কেনেন। শনিবার জমিতে সেচ দেওয়ার জন্য মেশিনটি চালু করতেই মেশিনের একটি যন্ত্র ছিটকে তার মাথায় লাগে। এতে ফজলুল হকের মাথা ফেটে মগজ বেরিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূল ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।