গরু চুরি করে মাংস বিক্রি, দুই কসাইয়ের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০১ জানুয়ারি ২০২২
দণ্ডপ্রাপ্ত কসাই রেজাউল ফকির ও আব্দুর রহিম

ফরিদপুরের ভাঙ্গায় চুরি করা গাভিন (গর্ভবতী) গরুর মাংস বিক্রির দায়ে দুই কসাইকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার পুকুরিয়া পুরাতন বাজারে মাংস বিক্রির সময় হাতেনাতে ধরে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ভাঙ্গা উপজেলার মানিকদাহ গ্রামের রেজাউল ফকির (৩৪) ও ঢাকার ধামরাই উপজেলার হরিদাপাড়ার গ্রামের আব্দুর রহিম (৩৯)।

এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গাভির মালিক উপজেলার ডাঙ্গী বাঙালকান্দা গ্রামের সলেমান শেখ। গাভিটি সাত মাসের গর্ভবতী ছিল। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে এটি চুরি করেন কসাই রেজাউল ও রহিম। তারা গাভি জবাই করে পুকুরিয়া পুরাতন বাজারে বিক্রি করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা দুই কসাইকে আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে সলেমান শেখ এসে গাভিটি তার বলে শনাক্ত করেন।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজিমউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, আটক দুই কসাই গাভিটি চুরি করে এনে মাংস বিক্রির উদ্দেশ্যে জবাই করেন। এ ঘটনায় ভোক্তা অধিকার আইনে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।