চাঁদপুর শহর রক্ষা বাঁধে ধস, ৫০ মিটার সিসি ব্লক মেঘনায় বিলীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ০২ জানুয়ারি ২০২২
বাঁধের সিসি ব্লক ধসে মেঘনায় বিলীন

চাঁদপুরের শহর রক্ষা বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। এতে বাঁধের ৫০ মিটার সিসি ব্লক মেঘনা নদীতে ধসে পড়ে।

রোববার (২ জানুয়ারি) ভোর ৬টায় চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় স্টেশন টিলাবাড়ি এলাকায় লঞ্চঘাটের পশ্চিম পাড়ে এ ধস দেখা দেয়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

jagonews24

খোঁজ নিয়ে জানা যায়, ভোরে হঠাৎ চাঁদপুর লঞ্চঘাটের পশ্চিম পাশের শহর রক্ষা বাঁধের আংশিক তলিয়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে দ্রুত বিষয়টি স্থানীয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। সরকারি জায়গায় বসবাসকারী স্থানীয় বাসিন্দারা এখন ভাঙন আতঙ্কে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর ফরিদা ইলিয়াস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ অন্য নেতারা। এ সময় স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সাহস রাখতে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

jagonews24

পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। ভাঙনকবলিত এলাকায় এরই মধ্যে সার্ভে করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্টরা তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে পারবে কী কারণে এ ভাঙন হয়েছে।

তিনি আরও বলেন, মেরামতের জন্য আমাদের স্টোরে এখন ৪ হাজার জিও ব্যাগ ও ১৪ হাজার সিসি ব্লক আছে। দ্রুতই ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন নিয়ন্ত্রণ করা হবে। তবে নদী উত্তাল না থাকায় আপাতত ভয়ের কোনো কারণ নেই। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে।

নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।