নৌকার শোডাউনে ভিডিও ধারণের সময় কাভার্ডভ্যানচাপায় সমর্থক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০২ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘিতে নৌকা প্রার্থীর মোটরসাইকেল শোডাউনে গিয়ে ভিডিও ধারণের সময় কাভার্ডভ্যানের চাপায় নিতিশ চন্দ্র (৪২) নামে এক সমর্থক নিহত হয়েছেন।

রোববার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড় ঝাঁকইর তিনমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিতিশ উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামারপুর গ্রামের জ্যোতিষ চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক প্রায় ১৫০ মোটরসাইকেলে সমর্থকদের নিয়ে শোডাউনে বের হন। নিতিশ একটি মোটরসাইকেলের পেছনে বসে শোডাউনের ভিডিও ধারণ করছিলেন। এ সময় অপরদিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে যায় মোটরসাইকেলটি। কিন্তু রাস্তার পাশে রাখা বালুর ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। নিতিশ কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। নিতিশের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।