করাতকলে বনের কাঠ, তিন প্রতিষ্ঠান সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১০:০১ পিএম, ০২ জানুয়ারি ২০২২

রাঙ্গামাটির লংগদুতে অবৈধভাবে বনের গাছ কেটে বিক্রির দায়ে তিনটি করাতকল গিলগালাসহ জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (২ জানুয়ারি) উপজেলার মাইনীমুখ ইউনিয়নের কালুমাঝির টিলা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তিনটি করাতকল সিলগালা করে মালিক মো. আব্দুল হালিম, রফিকুল ইসলাস ও মানুনুর রশীদকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এ অভিযান পরিচালনা করেন। এসময় উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদসহ উপজেলা প্রশাসন ও বনবিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বনবিভাগ সূত্র জানায়, ঝুম নিয়ন্ত্রণ বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জের আওতাধীন উপজেলার কালু মাঝির টিলা এলাকায় অবৈধভাবে করাত কল বসিয়ে বনবিভাগের গাছ কেটে ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন জানান, বৈধ কাগজপত্র দেখানোর আগ পর্যন্ত এসব করাত কল বন্ধ থাকবে। এছাড়াও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

শংকর হোড়/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।