বেনাপোলে ৬৭১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৪:৪৪ এএম, ০৮ জানুয়ারি ২০২২

যশোরের বেনাপোলে পৃথক অভিযানে ৬৭১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ এর সদস্যরা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় র‌্যাবের উপস্থিত টের পেয়ে এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব।

যশোর র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় পশ্চিমপাড়া এলাকার তৈয়াব আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেনসিডিলসহ বিল্লাল ফরাজী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

jagonews24

অপর এক অভিযানে একই গ্রামে ১৬০ বোতল ফেনসিডিলসহ জয়নুদ্দীন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের ব্যাটারির পাশে বিশেষ কায়দায় লুকানো ছিল এসব ফেনসিডিল। এ সময় তার সঙ্গে থাকা ইয়ামিন (২৫) নামে আর এক মাদক কারবারি একটি ট্রলি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে তার মধ্য থেকে ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

যশোর র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান বলেন, গ্রেফতাররা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।