‘যতদিন শেখ হাসিনা আছেন ততদিন ইসলামপরিপন্থী কোনো আইন হবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম

যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশে ইসলামপরিপন্থী কোনো আইন পাশ করা হবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শ ম রেজাউল করিম বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হচ্ছে যেটাকে আমরা বলি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে বই থাকবে। ইসলামের ইতিহাস পড়বেন, খোলাফায়ে রাশেদিনের ইতিহাস, খলিফাদের ইতিহাস, রাসুলুল্লাহর (সা.) ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।’

তিনি বলেন, ‘শুধু নামাজ পড়া নয়, সেখানে ঈমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ হবে। সারা দেশে পাঁচ শতাধিক মাদরাসায় ভবন বরাদ্দ হয়েছে। অনেক মাদরাসায় কাজ শুরু হয়ে গেছে। অতীতে কোনো মাদরাসা ভবন দেওয়া হতো না, শুধু স্কুল-কলেজে ভবন বরাদ্দ হতো।’

হাফেজ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে এ সময় নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ্ সাদীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিদুল ইসলাম, মাওলানা আব্দুস সামাদ আজাদ, মুফতি ওয়াহীদুল আলম, হাফেজ মাওলানা মুফতি ইমতিয়াজ উদ্দিন মাসরুর কাসেমি প্রমুখ উপস্থিত ছিলেন।

শফিকুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।