চাঁদপুরে ট্রাক্টরে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০২২
বাসের ধাক্কায় সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাক্টরের দুই সহকারী নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার গৌরীপুর-হাজীগঞ্জ সড়কের শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সজিব হোসেন ও আতিকুর রহমান। তারা দুজন ট্রাক্টরের সহকারী ছিলেন। এ ঘটনায় ট্রাক্টরচালক ও আরেক সহকারী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরে সড়কের একপাশ দিয়ে ট্রাক্টরটি যাচ্ছিল। পিছন দিয়ে আসা রায়পুরগামী বিআরটিসি বাস ট্রাক্টরটিকে ধাক্কা দিলে সেটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সজিব হোসেন ও আতিকুর রহমান নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে ভর্তি করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।