এক জালেই ৩০০ মণ মাছ, ছয় লাখে বিক্রি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ জানুয়ারি ২০২২
মাছ দেখতে ভিড় করেন উৎসুক জনতা

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপে এক জালেই মিললো প্রায় ৩০০ মণ মাছ, যা ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পশ্চিমপাড়া নৌকাঘাটে মো. কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে।

কলিম উল্লাহ জানান, তিনি সোমবার ভোরে পশ্চিম পাড়া সৈকতে ‘ভাসা জাল’ ফেলেন। সকালে জাল তুলতে গিয়েই তিনি হতবাক। মাঝিমাল্লা ও স্থানীয় লোকজনদের সহযোগিতা নিয়েও জাল তুলতে অনেক বেগ পেতে হয়। অনেক কষ্টে জাল তীরে এনে দেখতে পান যে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ ছোট প্রজাতির মাছে ঠাসা। আটকা পড়া মাছের ওজন প্রায় ৩০০ মণ। এসব মাছ দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

এ জালের সদস্য বদি আলম বলেন, মাছগুলো দ্রুত তুলে পাইকারি ক্রেতাদের কাছে বিক্রি করি। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিগুলো শুঁটকি ব্যবসায়ীদের কাছে পাঠিয়ে দেন। এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। রোববার ৪ লাখ টাকার মাছ পেয়েছি আমরা। হঠাৎ করে এ বছর টানা জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের নারী সদস্য পারিয়া ইয়াসমিন বলেন, জেলেদের হইচই শুনে আমিও মাছ দেখতে যাই। এ মাছের দাম অনেক বেশি। মাছগুলো তারা ৬ লাখ টাকায় বিক্রি করেছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।