ঠাকুরগাঁওয়ে থেমে থেমে বৃষ্টিতে বাড়লো শীত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১২ জানুয়ারি ২০২২
কোলে ছাগল ও মাথায় সিলভারের বল মাথায় দিয়ে বাড়ি ফিরছেন বৃদ্ধ

ঠাকুরগাঁওয়ে এমনিতে কনকনে ঠান্ডা বিরাজ করছে। এর ওপর বুধবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে শীতের তীব্রতা আরও বেড়েছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিপত্তিতে পড়েন সাধারণ খেটে খাওয়া মানুষ। সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা পড়েছে। কনকনে শীতে যেন জবুথবু অবস্থা।

jagonews24

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা বাড়ছে। এছাড়া জেলায় আগামী তিন দিন সর্বনিম্ন গড় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, বৃষ্টির হওয়ায় ঠাকুরগাঁও-পঞ্চগড়ে শীত জেঁকে বসেছে। ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা বাড়ছে। আগামী সপ্তাহের মধ্যেই এ জেলায় মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলায় আগামী ৩ দিন সর্বনিম্ন গড় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

অটোরিকশাচালক শাহজাহান বলেন, আজকে বৃষ্টির সঙ্গে প্রচুর ঠান্ডায় রিকশা চালাইতে ও গাড়ির জমার টাকা জোগাড় করতে পারি নাই। এমন অবস্থায় কীভাবে মালিককে জমা দিবো ও সংসার চালাবো। সরকার থেকে কিছু করে দিলে ভালো হইতো। ঠান্ডায় কম্বল দেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত কোনো কম্বল বা শীতের কাপড় পাইলাম না।

আব্বাস আলী নামে এক শ্রমিক বলেন, প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডায় এ পর্যন্ত আমি একটা কম্বল পাইলাম না। মেম্বার চেয়ারম্যানের কাছে যাই তারা বলে আমাদের কাছে নাই। আমরা গরিব মানুষরাই কম্বল পাই না।

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া গ্রামের আমজাদ হক নামে ৭৫ বছরের এক বৃদ্ধা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হামার গ্রামত অনেক শীত বাহে। সূর্য পরিলেই শীত আরও লাগেছে। কম্বলত শীত মানিবার চায় না। কিন্তু হামার কপালত কনোদিন একটাও শীতের কাপড় জুটেনি।’

জেলা প্রশাসক মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ অনেক বেশি। আর প্রশাসন মানুষের দোরগোড়ায় শীতবস্ত্র পৌঁছানোর জন্য এ উদ্যোগ। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এ শীতে অনেক অসহায় মানুষের কষ্ট লাঘব হবে।

তানভীর হাসান তানু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।