ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল সম্পাদক গিয়াস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৪৫ এএম, ১৬ জানুয়ারি ২০২২

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদকসহ ১০টি পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদকসহ চার পদে আওয়ামী লীগ পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও ১টি পদে আইনজীবী অধিকার রক্ষা পরিষদ জয়লাভ করেছে।

শনিবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ভূঞা।

বিজয়ীদের মধ্যে বিএনপি-জামায়াত পন্থী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সভাপতি পদে মো. নুরুল ইসলাম (৩), সহ সভাপতি পদে মোহা. জুলফিকার বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মঈনুল হোসেন মজনু, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম তুহিন, অর্থ সম্পাদক পদে নুরুল আনোয়ার ভূঞা ও গ্রন্থাগার সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঞা বিজয়ী হয়েছেন। এছাড়াও সদস্য পদে মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার, প্রিন্স মাহমুদ চৌধুরী, ইয়াছিন আরাফাত তারেক, মহিব উল্লাহ খান বিজয়ী হয়েছেন।

এদিকে আওয়ামী লীগ পন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচন করে সহ সভাপতি পদে মো. গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিন, অডিটর মো. আলাউদ্দিন ভূঞা এবং সদস্য পদে নাছের উদ্দিন মিয়াজী জয়লাভ করেন। এছাড়াও আইনজীবী অধিকার রক্ষা পরিষদ থেকে নির্বাচন করে সদস্য পদে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ কায়কোবাদ সাগর বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিশনার গোলাম কিবরিয়া ভূঞা জানান, ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩২৫ জন ভোটারের মধ্যে ৩১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করায় তিনি সব আইনজীবী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নুর উল্লাহ কায়সার/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।