বড় ভাইকে হারিয়ে চেয়ারম্যান হতে চান ছোট ভাই
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নে ভোটযুদ্ধে নেমেছেন দুই ভাই। শেষ ধাপের নির্বাচনে অংশ নিতে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন দুজন। এ নিয়ে গোটা উপজেলায় আলোচনা শুরু হয়েছে।
তারা হলেন- বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম ও তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন।
নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন নির্বাচনে নয় প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। দুই ভাই ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুক মিয়া, এ. কে নুর মিয়া, মলু হোসেন, শাহাব উদ্দিন, হোসেন আলী ও সিরাজ মিয়া।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন বলেন, ‘আমার বড় ভাই এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কিন্তু গ্রামবাসীর পছন্দের প্রার্থী হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।’
বতর্মান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম জাগো নিউজকে বলেন, ‘আমার ছোট ভাইয়ের বয়স কম। সে নির্বাচনে অংশগ্রহণ করলেও আমার নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না।’
রিটার্নিং কর্মকর্তা হাসান উদ দৌলা বলেন, ‘চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আপন দুই ভাই আছেন বলে জানতে পেরেছি। আগামী ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর জানা যাবে কতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। ’
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম