সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি রোকেস সম্পাদক তুহিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মীরা

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে রবিউল লেইস রোকেস ও সাধারণ সম্পাদক পদে রুহুল তুহিন নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সমিতি ভবনে চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যপদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সরাসরি ভোটে অপর নির্বাচিতরা হলেন- সহ-সাধারণ সম্পাদক পদে এনাম আহমেদ ও এস এম মাহবুবুল হাসান, কোষাধ্যক্ষ হানিফ সুলেমান।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. নানু মিয়া ও মো. সামছুল হক, পাঠাগার সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ আর জুয়েল, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জিয়াউর রহিম, গৌরাঙ্গ পদ দাশ, হেলাল উদ্দিন ও মো. মাসুক আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী সোনাধন দাস, অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মো. মানিক মিয়া ও বিশ্বজিত চক্রবর্তী। ভোট গণনা শেষে রাত সাড়ে সাতটায় ফল ঘোষণা করেন তারা।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।