সড়কে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফেনীতে সড়কের পাশের গাছ ভেঙে হেলাল উদ্দিন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন।
সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের মোল্লার তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর বড় বাড়ির আবদুল মান্নানের ছেলে। তিনি ধলিয়া বাজারের হেলাল স্টোরের স্বত্বাধিকারী।
ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সি জানান, প্রতিদিনের ন্যায় ধলিয়া বাজারের দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন হেলাল। মোল্লার তাকিয়া বাজার এলাকা পৌঁছালে তার ও ওপর একটি তুলা গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস