আইসোলেশন ওয়ার্ড থেকে পালালেন ভারতফেরত ‘করোনা রোগী’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২২

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে করোনাভাইরাসে আক্রান্ত ভারত ফেরত এক যাত্রী পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে আবুল কালাম আজাদ (৪৫) নামে ওই যাত্রীকে হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আবুল কালাম আজাদের করোনা নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার কারণে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নন্দনি গ্রামের মৃত সিজার আলীর ছেলে। ৯ জানুয়ারি চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। চেকপোস্টে তার হেল্থ স্ক্রিনিং সেন্টারে স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, মঙ্গলবার সকালে তার নমুনা পরীক্ষা করে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে করোনা ইউনিটের ওয়ার্ডের দায়িত্বে থাকা রনি কাউকে না জানিয়ে তাকে ছাড়পত্র দিয়ে দেন।

সালাউদ্দীন কাজল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।