চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে ৫২ শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের কারণে ইতিমধ্যে নার্সিং ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে অধ্যায়নরত ১৯০ শিক্ষার্থীর মধ্যে ৫২ জন করোনা পজিটিভ। এ কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আক্রান্ত শিক্ষার্থীদের আইসোলেশনে রাখা হয়েছে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান জানান, রোববার ছয়, সোমবার ১১ এবং মঙ্গলবার ৩৫ শিক্ষার্থী আক্রান্ত হন। তাদের আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবারের (১৯ জানুয়ারি) রিপোর্ট এখনো হাতে আসেনি। রিপোর্ট আসলে টোটাল সংখ্যা নিশ্চিত করে বলা যাবে।
নজরুল ইসলাম আতিক/এএইচ/এমএস