রাঙ্গামাটির ২৪ করোনা রোগীর বাড়িতে লাল পতাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
লাল পতাকা টাঙাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত

রাঙামাটির করোনা আক্রান্ত ২৪ ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ জানুয়ারি) এসব বাড়িতে লাল পতাকা টাঙান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলাপ্রশাসনের এনডিসি মো. বোরহান উদ্দিন মিঠু।

তিনি বলেন, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে লাল পতাকা লাগানো হয়েছে। এছাড়া লোকজনদের মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

বোরহান উদ্দিন আরও জানান, করোনা সংক্রমণ রোধে এবং জনগণকে সচেতন করতে অভিযান অব্যাহত থাকবে।

সংকর হোড়/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।