দ্বিতীয় বার করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রী উশৈসিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২১ জানুয়ারি ২০২২

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এছাড়াও মন্ত্রীর সহধর্মিণী মেহ্লা প্রু, মেয়ে ভেনাস ও ড্রাইভার আলী আকবরসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) তার একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ায় পার্বত্য মন্ত্রীসহ পরিবারের সদস্যরা মহাখালী আইসিডিআর ল্যাবে করোনা পরীক্ষা করান। পরে ২০ জানুয়ারি বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে। তারা বেইলি রোডস্থ মিনিস্টার্স এপার্টমেন্টের বাসায় চিকিৎসাধীন রয়েছেন।’

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রথমবার করোনায় আক্রান্ত হলে ৭ জুন বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। পরে তিনি করোনা মুক্ত হন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।