জামিনে বেরিয়ে ফের চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২১ জানুয়ারি ২০২২
পুলিশের হাতে গ্রেফতার রহমান শহীদ ও রহমান শহীদ

ফেনীর দাগনভূঞায় চুরি হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার এক সপ্তাহ আগেই চুরির মামলায় জামিনে মুক্তি পান বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো. শহীদুর রহমান শহীদ (৪৩) ও বালিয়াকান্দি গ্রামের মাহবুবুল হকের ছেলে মো. জাকির হোসেন (২৩)।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার শহীদের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া জাকিরের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা এক সপ্তাহ আগে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ফের অটোরিকশা চুরি করে। অটোরিকশা চুরির মামলায় শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।