সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৩ জানুয়ারি ২০২২

কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধ নিরসনে সালিশে এসে হত্যার শিকার হয়েছেন মুহাম্মদ বদন (৪০) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মুহাম্মদ বদন ইউনিয়নের ঠুটিয়া পাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

স্থানীয়রা জানান, জমি বিরোধ নিরসনের জন্য বদরখালী সমবায় সমিতি কার্যালয়ে এসেছিলেন মুহাম্মদ বদন ও তার ভাইয়েরা। তাদের প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মুহাম্মদ ছোটন, মুহাম্মদ সাগর ও মুহাম্মদ রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে আক্রমণ করেন। এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মুহাম্মদ বদন ও তার ভাইয়েরা। এতে ঘটনাস্থলে বদনের মৃত্যু হয় এবং অন্য চারজন গুরুতর আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।