করোনা আক্রান্ত চাঁদপুরের জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৫ জানুয়ারি ২০২২

করোনা আক্রান্ত হয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সোমবার রাতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন। সোমবার দুপুরে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নমুনা প্রদান করেন। পরে রাতেই তার নমুনার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে বলে তিনি জানান। বর্তমানে তিনি তার সরকা‌রি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে তিনি ঢাকায় ৩ দিনব্যাপী জেলা প্রশসক স‌ম্মেল‌নে যোগ দিয়েছিলেন। রোববার চাঁদপু‌রে এসে অফিস করেন।

নজরুল ইসলাম আতিক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।