মুক্তিযোদ্ধাকে হত্যাচেষ্টা: মহেশখালীর মেয়র কারাগারে

বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে (৭০) প্রকাশ্যে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় তালিকাভুক্ত আসামি ও কক্সবাজারের মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কক্সবাজার আদালত পুলিশের পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মহেশখালীর মেয়র মকছুদ মিয়া। দুই পক্ষের শুনানি শেষে বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকীর তার জামিন আবেদন না মন্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মোস্তাফা বলেন, মেয়র মকছুদ মিয়া প্রথমে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের চিংড়ি ঘেরে ডাকাতি ও দখলের চেষ্টা করেন। ঘটনার পর পুলিশ মামলা না নেয়ায় বাধ্য হয়ে ভুক্তভোগী আমজাদ হোসেন কোর্টে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে নথিভুক্তের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
এর জেরে গত ২৪ নভেম্বর রাতে মহেশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আলিশান রোডের মোড় এলাকায় মেয়র মকছুদ মিয়া নিজেই ধারালো অস্ত্র হাতে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। এ ঘটনায় মামলা হলেও উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। আদালতের নির্দেশনা মতে বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
সায়ীদ আলমগীর/এএইচ/এমএস