লালমনিরহাটে রেলওয়ে স্টাফ-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২২
রেলওয়ের স্টাফ-কর্মচারীদের বিক্ষোভ

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে দপ্তরে কর্মরত রানিং স্টাফ-শ্রমিক কর্মচারীদের ‘মাইলেজ বিল’ কর্তনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি প্লাটফর্ম প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন সমিতির লালমনিরহাট শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. রায়হান।

বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত কালো আদেশের ‘খ’ ও ‘গ’ ধারা বাতিল করতে হবে। মাইলেজ বিল চালু রাখতে হবে। অন্যথায় আগামী ৩১ জানুয়ারি থেকে সব স্তরের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করবে।

লালমনিরহাটে রেলওয়ে স্টাফ-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা

লালমনিরহাট রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের মৌলিক অধিকার এটা। দাবিগুলো পূরণ না হলে আগামী ৩১ জানুয়ারি থেকে কর্মবিরতি চলবে।

তিনি আরও জানান, হরতাল-অবরোধ শীত উপেক্ষা করে জীবনে ঝুঁকি নিয়ে ট্রেন চালাই। তাই অর্থমন্ত্রণালয়ের কালো আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।