ছোট্ট সোহানা-মেহেদীর দায়িত্ব নিলেন ইঞ্জিনিয়ার সাগর

বাবা হারা ছোট্ট সোহানা-মেহেদীর দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে বাড়িতে গিয়ে সোহানা ও মেহেদীর মা জোসনার কাছে খাবার, জামাকাপড়সহ নগদ টাকা তুলে দেন তিনি।
এ সময় তিনি সোহানা-মেহেদীর লেখাপড়া ও নিহত পীর আলীর পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেন।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙা ইউনিয়নের সামছুল হকের ছেলে ও ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পরী আলী। ওই গ্রামের দুটি স্পর্শকাতর মামলার প্রধান সাক্ষী ছিলেন তিনি। বিভিন্ন সময় আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিতেন। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে এক মাস আগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি।
নিহত পীর আলীর স্ত্রী জোসনা খাতুন জানান, স্বামী নাইট গার্ডের কাজ করতেন। সেখান থেকে মাসে এক হাজার ৫০০ টাকা পেতেন। পাশাপাশি ক্ষেতে কাজ করে সংসার চলতো আমাদের। আয়ের একমাত্র পথ এখন বন্ধ, আমি বাচ্চাদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো।
এর আগে ২৪ জানুয়ারি (সোমবার) সকালে স্থানীয় একটি খাল থেকে গলায় রশি বাধা পীর আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/জেআইএম