দেশে কাউকে গৃহহীন রাখবেন না প্রধানমন্ত্রী: এমপি কমল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০১ এএম, ৩০ জানুয়ারি ২০২২
বক্তব্য দিচ্ছেন এমপি সাইমুম সরওয়ার কমল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কাউকেই ভূমি ও গৃহহীন রাখবেন না জানিয়েছেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য (এমপি) সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, কক্সবাজারে বিভিন্ন সময়ে দুর্যোগের শিকার ও জলবায়ু উদ্বাস্তু ভূমিহীন মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পৌরসভায় সর্ব প্রথম সাহিত্যিকা পল্লীকে সবার আগে বন্দোবস্ত দেওয়া হবে।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লীবাসীর উদ্যোগে স্থানীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খাসজমি বন্দোবস্ত ও কবরস্থান সম্পর্কে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী এদেশে কাউকেই ভূমিহীন, বাড়িহীন রাখবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের রিজার্ভ বেড়েছে। মানুষের জীবনমানও আগের চেয় বহু উন্নত হয়েছে। সুতরাং উপকূলীয় জেলা হিসেবে কক্সবাজারে অনেক মানুষ বিভিন্ন সময় দুর্যোগের শিকার হয়ে খাসজমিতে বসবাস করছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আছে। তিনি গরিবদের ভালোবাসেন। কাজেই ভূমি বন্দোবস্ত পাওয়ার ব্যাপারে সাহিত্যিকা পল্লীবাসীর দুশ্চিন্তার কোনো কারণ নেই। সবার আগে সাহিত্যিকা পল্লীকেই বন্দোবস্ত তালিকায় স্থান দেওয়া হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী বলেন, সাহিত্যিকা পল্লীবাসীর মসজিদ ও কবরস্থান রক্ষা এবং ভূমি বন্দোবস্তের ব্যাপারে সর্বদাই পাশে আছে আওয়ামী লীগ। ভূমিহীন মানুষের স্বার্থ রক্ষায় যখন যেভাবে প্রয়োজন আমরা ছুটে যাবো।

সাহিত্যিকাপল্লী জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. শামসুদ্দৌহার সভাপতিত্বে এবং সমাজকর্মী জয়নুল আবেদীনের সঞ্চালনায় এতে সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সাবেক সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা, ব্যাংকার সালাউদ্দিন, সিটি কলেজের প্রভাষক শহীদ চৌধুরী এবং শহর কৃষকলীগ নেতা মোরশেদুর রহমান খোকন বক্তব্য রাখেন। এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা জাভেদ মোস্তফাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।