একাই গ্রামবাসীকে খুশি করে চলেছেন জয়দার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩০ জানুয়ারি ২০২২

বেশ কয়েক বছর ধরে বকচর গ্রামের পাকা রাস্তার অবস্থা খারাপ ছিল। ৮-১০ বছর আগে নির্মাণ হওয়ার পর আর সংস্কারের নাম নেই। রাস্তার দুই পাশ ধসে সরু হয়ে যায়। এমন অবস্থায় যানবাহন চলাচল দুষ্কর ছিল। কৃষি পণ্য পরিবহনে সমস্যায় ছিলেন গ্রামের কৃষকরা। কবে রাস্তার সংস্কার হবে কেউ জানে না। সরকারের দিকে চেয়ে না থেকে গ্রামেরই দরিদ্র জয় করা এক যুবক এগিয়ে এসেছেন নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে।

শনিবার (২৯ জানুয়ারি) পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বকচর গ্রামের গিয়ে দেখা যায় রাস্তার দু’পাশে পাইলিং করাসহ ধসে যাওয়া অংশে মাটি ফেলা হচ্ছে। জয়দার হোসেন (৩৬) নামে গ্রামেরই এক যুবক নিজ অর্থে সব কাজ করে দিচ্ছেন। রাস্তাটি নিজের টাকায় সংস্কার করে দেওয়ায় গ্রামের সব মানুষ আনন্দিত।

বেড়া উপজেলার নাটিয়াবাড়ী-নাকালিয়া সড়কের পাশে বকচর গ্রামের অবস্থান। এই রাস্তাটি মিশেছে পার্শ্ববর্তী বক্তারপুরের সঙ্গে। বকচর গ্রামের এক কিলোমিটার সড়ক বেহাল দশায় থাকায় তা সংস্কার করে দিয়েছেন জয়দার হোসেন সেখ। তিনি পেশায় ব্যবসায়ী। ওই গ্রামেরই বেল্লাল সেখের ছেলে।

pabna1

গ্রামের স্কুলশিক্ষক ফেরদৌস তপন জানান, জয়দার অতি অভাবের মধ্যে বেড়ে উঠেছেন। নিজ পরিশ্রমে সৎ উপায়ে বড় ব্যবসায়ী হয়েছেন। তিনি ব্যবসায় সাফল্য লাভ করে অন্য দশজনের মতো শহরে বাসা বাঁধেননি। বরং তিনি গ্রামেই তার ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি আরো অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

শুধু কর্মসংস্থানই নয়, গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে তিনি উদার হাতে দান করেছেন। গ্রামবাসীর চলাচলের দিকেও তিনি নজর দিয়েছেন। গ্রামের রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় তিনি সংস্কার করার উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

গ্রামের বয়ষ্ক ব্যক্তি লুৎফর রহমান জানান, তাদের গ্রামের ভাঙাচোরা রাস্তাটি জয়দার নিজের টাকায় মেরামত করে দিয়েছেন। এতে তারা আনন্দিত।

গ্রামের এক ভ্যানচালক আ. করিম জানান, তারা গ্রামেরই বাসিন্দা। এ গ্রামেই তারা ভ্যান চালান। এতদিন পায়ে হেঁটে চলাও মুশকিল ছিল। এখন রাস্তটি সংস্কার হওয়ায় তাদের দুর্ভোগ কমবে।

pabna1

জয়দার আলী জানান, তিনি এ গ্রামের সন্তান। গ্রামবাসীর দুর্ভোগ তিনি লক্ষ্য করেছেন। গ্রামের লোকজন চলাচল করতে পারে না, ভ্যান চলাচল করতে পারে না, তাদের মালামাল নিয়ে মারাত্মক সমস্যায় ছিলেন। এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতেও মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি তাকে ব্যাপকভাবে নাড়া দেয়। তাই তিনি নিজের টাকায় রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেন।

তিনি জানান, ভেকু দিয়ে নিজ জমি থেকে মাটি ট্রাক্টরে করে এনে সংস্কার কাজ করেছেন। গ্রামবাসীর জন্য এ কাজটি করতে পেরে তিনি আনন্দিত।

বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য কালাম মন্ডল জানান, তাদের গ্রামের রাস্তাটি এতদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য ছিল। গ্রামের যুবক জয়দার নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। এতে তারা খুশি।

আমিন ইসলাম জুয়েল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।