ওষুধের দাম ৭২ টাকা বেশি নিয়ে জরিমানা দিলেন ১০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

সংকটের অজুহাতে ২৮ টাকা মূল্যের ইনজেকশন ১০০ টাকায় বিক্রি করে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটে চন্দন ফার্মেসির মালিক ফরিদ উদ্দিন। একই সঙ্গে ফার্মাসিস্ট না থাকায় সেটি সাতদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।

রোববার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, এক ক্রেতার কাছ থেকে ২৮ টাকা মূল্যের ইনজেকশন ১০০ টাকায় বিক্রি করা হয়। বিষয়টি নজরে আসায় ওই ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ ঘটনার সত্যতা পাওয়ায় ফার্মেসির মালিক ফরিদ উদ্দিনকে (চন্দন) নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মাসিস্ট না থাকায় এক সপ্তাহের জন্য ফার্মেসিটি বন্ধ করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ তত্ত্বাবধায়কের কার্যালয়ের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।

সালাউদ্দীন কাজল/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।