সুন্দরবন থেকে পাচার হচ্ছিলো সুন্দরী ও গরান গাছ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা
প্রকাশিত: ০৬:২৮ এএম, ৩১ জানুয়ারি ২০২২
সুন্দরবন থেকে সুন্দরী ও গরান গাছ কাটা হয়

সুন্দরবন থেকে কাটা নিষিদ্ধ মূল্যবান সুন্দরী ও গরান গাছ পাচার হওয়ার অভিযোগ উঠেছে। পাচার হওয়া এই গাছ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা উপজেলার কানাইনগর এলাকা থেকে উদ্ধার করেছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের ঢাংমারি স্টেশন কর্মকর্তা সামানুল কাদির এ তথ্য নিশ্চিত করেন। তবে পাচারের সঙ্গে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।

সামানুল কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছ গ্রাম থেকে এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ রয়েছে। উদ্ধার হওয়া এই গাছ কী পরিমাণ তা সোমবার জানাতে পারবেন বলে জানান তিনি।

পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বন কর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এই গাছ কারা কেটেছে এবং কীভাবে পাচার হলো তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এরশাদ হোসেন রনি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।