গোপন কক্ষে পোলিং অফিসার
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরে সরিষাবাড়ী উপজেলার একটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ইভিএম-এ ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোটকেন্দ্র গিয়ে নানা অভিযোগ জানা যায়।
উপজেলার পিংনা ইউনিয়নের দড়িমেইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের পর গিয়ে দেখা যায়, ভোটারদের সঙ্গে গোপন কক্ষে ভোট দিয়ে দিচ্ছেন পোলিং অফিসার।
ভোট দিতে আসা বয়স্ক ভোটাররা বলেন, এমন করে কোনোদিনও ভোট দেইনি। কেমনে ভোট দিতে হয় তাও জানি না। এক স্যার এসে আমার সঙ্গে গিয়ে ভোট দিয়ে দিছে। তবে কোথায় ভোট দিলাম বুঝতেও পারলাম না।

অভিযোগের বিষয়ে পোলিং অফিসার জহুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এটি একটি নতুন সিস্টেম। কিভাবে ভোট দিতে হয় তা অনেকেই জানে না। বিশেষ করে বয়স্ক ভোটারদের সবচেয়ে বেশি সমস্যা। তাই তাদেরকে সাহায্য করছি, তাছাড়া কিছুই না।
এ বিষয়ে প্রিজাইটিং অফিসার সেলিম আহমেদ বলেন, আমি সকাল থেকেই দায়িত্ব পালন করছি। এমন হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখছি।

নির্বাচন অফিস সূত্র জানায়, নদীবিধৌত ৫নং পিংনা ইউনিয়নের অধিকাংশ গ্রাম ভাঙনের শিকার হওয়ায় আদালতে সীমানা জটিলতা সংক্রান্ত মামলা হয়। ফলে ২০১১ সালের পর এ ইউনিয়নে কোনো নির্বাচন হয়নি।
সীমানা জটিলতা কাটিয়ে সম্প্রতি মামলাটি উচ্চ আদালতে নিষ্পত্তি হওয়ায় ৬ষ্ঠ ধাপে এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে তিনজন বিদ্রোহী প্রার্থী ভোটগ্রহণের আগ মুহূর্তে সরে যাওয়ায় একমাত্র নৌকা প্রতীকের প্রার্থী ডা. মো. নজরুল ইসলাম জয়ের পথে।

এছাড়া সাধারণ (পুরুষ) সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত (নারী) সদস্য পদে প্রার্থী রয়েছেন ১৩ জন।
মো. নাসিম উদ্দিন/এএইচ/এএসএম