ভাষার মাসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

ভাষার মাসে যারা শহীদ মিনার নির্মাণ করেছেন নওগাঁয় তাদের স্মরণে পুষ্পস্তর্বক অর্পন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ভাষার মাসের প্রথম প্রহরে নওগাঁর প্রথম শহীদ মিনারের (সাবেক বি.এম.সি কলেজ, বর্তমান সরকারি বিএমসি মহিলা কলেজ) শহীদ বেদিতে প্রদীপ প্রজ্জ্বলন করে ভাষা সংগ্রামী ও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এ সময় শহীদদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বিন আলী পিন্টু, সভাপতি অ্যাডভোকেট ডি.এম. আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সহ-সাধারণ সম্পদক শাকিরুল ইসলাম রাসেল ও সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

উল্লেখ্য, ১৯৫৬ সালের ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে তৎকালীন নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ বর্তমানে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজে বাঁশ, কাঠ ও কাঁদা মাটি দিয়ে শহীদ মিনার নির্মাণ করেছিলেন কলেজের সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার।

এ সময় সহযোগিতায় ছিলেন, মোল্লা মোতাহার, নুরুল ইসলাম, খালেদ তাহের, মোজাহারুল ইসলাম, এমএ রকিবসহ অনেকে।

আব্বাস আলী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।