তৃতীয়বার চেয়ারম্যান হলেন বাবুল হাওলাদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে বাবুল হাওলাদার তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বিজয়ীর নাম ঘোষণা করেন।

নির্বাচনে বাবুল হাওলাদার সাত হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খলিল দর্জি পেয়েছেন ৭হাজার ৩৬৩ ভোট। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন।

একে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।