ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
এজলাসে নেওয়া হচ্ছে আসামিদের

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় আবু সাইদ নামে এক ব্যক্তির যাবজ্জীবন ও পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। মামলার আরেক আসামি আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলীকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শেখর কুমার রায় বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আবু সাইদ (২৮) হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বদরুল ইসলামের ছেলে। খালাসপ্রাপ্ত আসাদুজ্জামান লিটন ও সোলেমান আলী হরিপুর উপজেলার লহুচাদ গ্রামের বাসিন্দা ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ জুলাই গ্রামীণ ব্যাংকের রাণীংশকৈল উপজেলার কাশিপুর শাখার ডেপুটি প্রিন্সিপাল অফিসার হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন সোনালী ব্যাংকের নেকমরদ শাখা থেকে ৬ লাখ টাকা উত্তোলন করেন। পরে নেকমরদ থেকে মহারাজা হাটের উদ্দ্যেশে রওনা দেন তারা। পথে আবু সাইদসহ দুজন মোটরসাইকেলযোগে তাদের গতিরোধ করে আগ্নেয়াস্ত্র দিয়ে একরাউন্ড ফাঁকা গুলি করে তাদের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান।

হারুন অর রশিদ ও তার পিয়ন মুকুল হোসেন চিৎকার দিতে দিতে তাদের ধাওয়া করতে থাকে। এর পর আরাজি চন্দনহাট গ্রামে পৌঁছালে পুলিশের চেকপোস্ট দেখে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন আসামিরা। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ আবু সাইদ ও আসাদুজ্জামান লিটনকে আটক করে। এরপর আবু সাইদের কাছ থেকে একটি ম্যাগজিন যুক্ত বিদেশি পিস্তল ও গুলি এবং আসাদুজ্জামান লিটনের কাছ থেকে টাকার ব্যাগ উদ্ধার করা হয়।

এ নিয়ে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) আসগর আলী বাদী হয়ে একটি অস্ত্র মামলা করেন।

তানভীর হাসান তানু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।