পাবনায় নদীতে বস্তাবন্দি মাথার খুলি-হাড় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
উদ্ধার মাথার খুলি-হাড়

পাবনার ভাঙ্গুড়ায় গুমাণী নদী থেকে বস্তাভর্তি মাথার খুলি ও হাড় উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের রেলব্রিজের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।

জেলের জালে এগুলো উঠে আসে। পুলিশের ধারণা, হয়তো কোনো ব্যক্তির বস্তাবন্দি মরদেহ এই নদীতে ফেলা হয়। খুলি ও হাড়গুলো ওই ব্যক্তির।

Pabna-(1).jpg

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে কৈডাঙ্গা রেলব্রিজের নিচে নদীতে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। এসময় একজনের জালে ভারী কিছু আটকে যায়। পরে সবাই মিলে টেনে তুলে একটি মুখবাধা বস্তা দেখতে পান। পাড়ে নিয়ে বস্তা খুললে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় বের হয়।

এগুলো দেখে জেলেরা ভয় পেয়ে যান। তারা বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। পরে তারা পুলিশকে জানালে তারা এসে খুলি ও হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

Pabna-(1).jpg

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এগুলো পরীক্ষার জন্য মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে এটা পুরুষ নাকি নারীর মরদেহ ছিল। অনুসন্ধান করে আরও তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।