সুনামগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশার চালক জ্যোতিষ চন্দ্র (৪৫) নিহত হয়েছেন।
নিহত জ্যোতিষ চন্দ্র দিরাই উপজেলার চানপুর গ্রামের যোগেন্দ্র চন্দ্রের ছেলে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় পৌঁছালে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ঘটনাস্থলে মারা যান এবং মাইক্রোবাসের চালক পালিয়ে যান।
জয়কলস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ্ আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/এমএইচআর