পাবনায় হালকা বৃষ্টি, সুফল পাবেন চাষিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১১:৪৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
পাবনার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হয়

শৈত্যপ্রবাহের পর পাবনায় শুরু হয়েছে বজ্রসহ বৃষ্টি। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জেলার কোথাও হালকা কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হয়।

মাঘের শেষের বৃষ্টি গম চাষিদের জন্য ব্যাপক সুফল বয়ে আনবে। হালকা বৃষ্টি পেঁয়াজ চাষের জন্যও ভাল হবে বলে জানিয়েছেন চাষিরা।

চাষিরা জানিয়েছেন, মাঠে গম, খেসারি, ধনিয়া, আধাপাকা সরিষা রয়েছে। কিছু এলাকায় বিভিন্ন জাতের সরিষায় এখনও ফুল রয়েছে। ঈশ্বরদীর সবজি প্রধান এলাকাতে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজরসহ সব রকম সবজি রয়েছে। হালকা বৃষ্টি গম চাষিদের জন্য সেচ সুবিধা এনে দিয়েছে। পেঁয়াজ চাষ প্রধান এলাকা পাবনার সাঁথিয়া, সুজানগর এলাকার চাষিদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে।

বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিএফএ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা জানান, ‘অল্প বৃষ্টি কৃষকের জন্য সুফল বয়ে আনবে। ভারি বৃষ্টিপাত হলে চাষিরা ক্ষতির মুখে পড়তে পারেন।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মিজানুর রহমান জানান, ‘হালকা বৃষ্টিপাত পাবনার চাষিদের জন্য সুফল বয়ে এনেছে। এখন মাঠে যেসব ফসল রয়েছে তাতে উপকার ছাড়া চাষির ক্ষতি হবে না।’

পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, ‘গত দুদিন তাপমাত্রা বাড়ছিল। এর আগে শৈত্যপ্রবাহের কারণে পাবনা জেলাজুড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির আশপাশে ছিল।’

আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।