পেটের তাগিদে বের হয়ে সড়কে ঝরলো প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২

পাবনায় ট্রাকচাপায় তরিকুল মোল্লা (৪২) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর সদরের সিঙ্গা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিকুল পাবনা সদর উপজেলার মালিগাছা উইনিয়নের গাছপাড়া এলাকার খাঁ পাড়া মহল্লার আনছার মোল্লার ছেলে। তিনি সকালে বৃষ্টির মধ্যে রিকশা নিয়ে বের হয়েছিলেন।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকেই শহরে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। তারপরও পেটের তাগিদে অন্যান্য দিনের মতো বাড়ি থেকে রিকশা নিয়ে বের হন তরিকুল। যাত্রী নামিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুত গতিতে আসা খোয়া বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন বলেন, সিঙ্গা বাইপাস বাজার এলাকায় সড়কের পাশে অবৈধভাবে বালু, ইট ও খোয়া রেখে ব্যবসা করছে কিছু ব্যক্তি। এতে যান চলাচল ও পারাপারে সমস্যা হয় এবং দুর্ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পুলিশ সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থল থেকে মালবোঝাই ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

ওসি জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত (বেলা সাড়ে তিনটা) কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

আমিন ইসলাম জুয়েল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।