সাতক্ষীরায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এনিয়ে জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ৮০৬ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। বৃহস্পতিবার বিভিন্ন সময়ে তারা মারা যান।

মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের ফাতেমা খাতুন (৬৫), কালিগঞ্জের মনিকা মূল (৪৫), আশাশুনির আনুলিয়ার আছিরুন বিবি (৬৫) ও শ্যামনগরের কামরুজ্জামান (৫৫)।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল প্রায় ৪৮ শতাংশ।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরার মানুষের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম দেখা যাচ্ছে। তিনি স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আহসানুর রহমান রাজীব/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।