পটুয়াখালীতে গরু চুরি ঠেকাতে তৎপর পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

পটুয়াখালীতে গরুচোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাঁধঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার রাতে পটুয়াখালী গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পটুয়াখালী টিমের উপ-পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন মোল্লা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এ সময় পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর বাদুরা বাঁধঘাট এলাকায় বিক্রির অপেক্ষায় থাকা একটি বাছুর ও একটি গাভীসহ মেহেদী হাসান (২৪) নামে এক চোরকে আটক করেন। মেহেদী পূর্ব হেতালিয়া এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে। পরে মেহেদী হাসানের দেয়া তথ্যমতে গরুচোর চক্রের সঙ্গে জড়িত লিমন আকন (৩৮), মো. কামাল হোসেন গাজী (২৪), মো. কবির হোসেন ওরফে কসাই কবির (৪০), মো. স্বাধীন (২৮) ও মো. শাহিনকে (২২) গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতার চোর চক্রের সদস্যরা পটুয়াখালী ও এর আশপাশের জেলা থেকে গরু চুরি করে এনে বিক্রি করে এবং বিভিন্ন সময় জবাই করে মাংস বিক্রি করে। গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। শনিবার তাদের আদালতে হাজির করা হবে।

পটুয়াখালী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, জেলায় গরুচুরি প্রতিরোধ করতে পুলিশ কাজ করছে। হাট বাজারের পাশাপাশি বিভিন্ন প্রবশে পথগুলোতে পুলিশের চেকপোস্ট কাজ করে। এরপরও বাজারে যেসব গরু জবাই করে মাংস বিক্রি হয়, সেসব গরু জবাই করার আগে ছবি তুলে রাখাসহ গরুর প্রকৃত মালিকের পরিচয় যাছাই করা হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।