স্কুলের বারান্দায় রক্তাক্ত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারি (৬৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা এলাকার এম কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ইলিয়াস পাটোয়ারি চাঁদপুর জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারির ছেলে।

স্কুলশিক্ষক সাইদুর রহমান জানান, ওই ব্যক্তি বেশ কয়েক মাস ধরে স্কুলের আশপাশে ঘোরাঘুরি করতেন। কারো সঙ্গে তেমন একটা কথা বলতেন না। আজ সকালে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয় যুবক মো. আল আমিন বলেন, আমরা প্রতিদিন বিকেলে স্কুলমাঠে খেলা করতাম। একদিন তিনি আমাকে ডেকে কিছু কাগজ দিয়ে বলেন এখানে আমার মেয়ের নম্বর আছে। তাকে একটু ফোন দেন, কথা বলব। আমি ওই নম্বরে ফোন করে তার মেয়ের সঙ্গে কথা বলিয়ে দিই।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, বিদ্যালয়ের বারান্দা থেকে ইলিয়াস পাটোয়ারি নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে তার মৃত্যু কিভাবে হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।